লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ :উপজেলার চুনতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ জাঙ্গালীয়ার ভাইদুইল্যা ডুরি বনাঞ্চল এলাকায় বন্য হাতির আক্রমণে জনৈক পানের বরজে কর্মরত বৃদ্ধ নিহত হয়েছেন। ১৮ ডিসেম্বর সোমবার দুপুর আনুমাণিক ২ টায় এই ঘটনাটি ঘটেছে। নিহতের নাম সাহেব মিয়া (৭০)। তিনি আধুনগর ইউনিয়নের হাতিয়ার পুল এলাকার সিকদার পাড়ার মৃত সুলতান আহমদের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু।
সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধ সাহেব মিয়া পানের বরজ দেখাশুনা করতেন এই গহীন অরপ্যালাকায়। ঘটনার সময় তিনি পানের বরজে কাজ করছিলেন। ওই সময় দলছুট কয়েকটি বন্য হাতি এসে তাঁকে আক্রমন করে। তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে প্রাণ হারান। পরে দুপুরে তাঁর পুত্র সাইফুল ইসলাম বাপের জন্য ভাত নিয়ে গেলে তিনি কর্মস্থলে বাবাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। ওই সময় হঠাৎ শুনতে পান অদূরে জঙ্গলের ভেতর হাতির চিৎকার এবং পানের বরজের এক পাশের্^ পড়ে আছে পিতার মরদেহ। এরপর স্বজনেরা উক্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান। এ’ব্যাপারে চুনতি বনরেঞ্জের আওতাধীন সাতঘর বনবিট কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, তিনি বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত হওয়ার খবরটি শুনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উক্ত বিষয়টি তাঁর উধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে উল্লেখ করেন।
ক্যাপশনঃ লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে নিহত পানের বরজের মালিক বৃদ্ধ সাহেব উদ্দীন।
