১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

লোহাগাড়ায় মহান বিজয় দিবস উদযাপিত

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বহুল স্মৃতি বিজড়িত মহান ১৬ ডিসেম্বর ইতিহাসের স্মৃতির পাতায় বিজয় দিবস হিসেবে মর্যাদা লাভ করেছে। তাই প্রতি বছরের মতো এ বছর ও যথাযোগ্য মর্যাদায় এই মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে গ্রাম বাংলার সর্বত্র। লোহাগাড়া উপজেলায় ও যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস আনন্দ-উল্লাসে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের সূচনায় ছিল দিবাগত রাত ১২-০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। একুশবার তোপাধ্বনির মাধ্যমে সর্ব প্রথম পুষ্পস্তবক অর্পনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান এবং সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। পরবর্তীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এবং পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পন করেন থানা পুলিশ প্রশাসনের পক্ষে ওসি মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, লোহাগাড়া প্রেস ক্লাব, লোহাগাড়া সাংবাদিক ফোরাম, পদুয়া বনরেঞ্জ বিভাগ, লোহাগাড়া পল্লী বিদ্যুৎ সমিতি,লোহাগাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনসহ বিভিন্ন সংগঠন। এ’ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে স্ব-স্ব প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছে বলে জানা গেছে।
ভোরে আনুষ্ঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। এরপর শিশু শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পাবলিক হলে। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আখতার আহমদ সিকদার, উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর,উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক এস.কে সামশুল ইসলামসহ অন্যরা। সভা শেষে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের মাঝে সম্মাননা ও পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।