২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিনতি দত্তের পরলোকগমন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক মিলন কান্তিরায় চৌধুরী’র সহধর্মিনী ও হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষিকা মিনতি দত্ত (৬৮) ভারতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ ডিসেম্বর সকালে পরলোকগমন করেন। আজ সকালে বলুয়ার দীঘিস্থ অঁভয়মিত্র মহাশ্মশানে প্রয়াত মিনতি দত্তের মরদেহ দাহ করা হবে। প্রয়াত শিক্ষিকার মৃত্যুতে বাকশিস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী, বাকশিস চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলম ও সদস্য সচিব অধ্যাপক কাজী মাহবুবুর রহমান গভীর শোক এবং পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।