১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

শহীদ বুদ্ধি জীবি দিবসে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদ। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে পাহাড়তলী বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ইমরান চৌধুরী, শিক্ষা ও গবেষণা বিষয়ক তাহলীল আবছার অর্ণব, ক্রীড়া সম্পাদক দীপ্ত নূর, কোতোয়ালি থানার সহ সভাপতি কংকন শর্মা, সাংগঠনিক সম্পাদক সৌম্য মল্লিক অর্ক, ঋষু সাহা, পাহাড়তলী থানার কোষাধাক্ষ্য সুমন রহমান, সদস্য শ্রাবণ নাথ, ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় শহীদ বুদ্ধিজীবিদের প্রতি দুই মিনিট নীরাবতা পালন করা হয়। সন্ধ্যা ছয়টায় মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রামের অস্থায়ী কেন্দ্রীয় শহিদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করে জেলা ছাত্র ইউনিয়ন। এসময় জেলা কমিটির সাধারণ সম্পাদক টিকলু কুমার দে, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম নাবিলসহ অন্যন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।