২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

লোহাগাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত
লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ ঃ-লোহাগাড়ায় উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হযেছে। ১৪ ডিসেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে এ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশানর (ভূমি) নাজমুন লায়েল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুব আলম শাওন ভুঁইয়াসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল ইসলাম।
বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার,আল-বদর, আল-শামস-এর সহযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ও বৃদ্ধিজীবীদের হত্যা করে এ দিনে। তাই এ দিবসের আলোচনা সভায় বক্তারা পাক-হানাদার বাহিনীর এহেন নৃশংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।