১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

লোহাগাড়ায় অভিযানে ৬ মামলায় সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা

 লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ :– উপজেলার পদুয়া ইউনিয়নস্থ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বেশী মূল্যে পেয়াজ বিক্রি করার দায়ে ৬ দোকানীকে সার্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১০ ডিসেম্বর সকালে ও অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। অভযানকালে সাথে ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উল্লেখিত সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বেশী দামে পেয়াজ বিক্রি করার দায়ে ৬ দোকানীকে সর্বমোট ১৬ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।