আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে “দুর্নীতির বিরুদ্ধে এক সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে সনাক-টিআইবি চট্টগ্রাম, দুদক, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন চট্টগ্রাম। এই দিবসকে সামনে রেখে সনাক দুদক ও টিআইবি‘র উদ্যেগে কবুতর ও বেলুন উড়িয়ে দিনের কর্মসূচীর উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম। দিনের বিশেষ, বিশেষ কর্মসূচীর মধ্যে ছিল; দুর্নীতিবিরোধীমানববন্ধন, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ ও ভ্রাম্যমান কবিগান এবং তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন, এছাড়া ইয়েস দলের উদ্যোগে দুর্নীতিবিরোধীস্টিকার ক্যাম্পেইন ও দুর্নীতিবিরোধী লিপলেট বিতরণ। এছাড়া চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনেআলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো: তোফায়েল ইসলাম, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কৃষœ পদ রায়, পুলিশ কমিশনার, চট্টগ্রাম, নরেআলম মিনা, ডিআইজি রেঞ্জ পুলিশ, চট্টগ্রাম ও আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জেলা প্রশাসক, চট্টগ্রাম, এস এম শফিউল্লাহ, পুলিশ সুপার, চট্টগ্রাম। সভায় সভাপতিত্ব করেন, মো: মাহমুদ হাসান, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম। এছাড়া সরকারের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, দুদক, সনাক-টিআইবি ও দুপ্রক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মানববন্ধনে অংশগ্রহণকারি বিভিন্ন বয়সী, বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন ‘দুর্নীতি থামান এখনই’ সম্বলিত প্লেকার্ডসহ দুর্নীতিবিরোধী বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন। এসময় দুর্নীতিবিরোধী বিভিন্ন স্লোগানে মানববন্ধনকে প্রাণবন্ত করে তোলেন উপস্থিত অংশগ্রহণকারিরা। মানববন্ধন পরবর্তী দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মকর্তা ও ছাত্র ছাত্রী বৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার চট্টগ্রাম সরকারের দুর্নীতির বিরোদ্ধে জিরো টলারেন্স নীতির কথা সবাইকে মনে করিয়ে দেন এবং দুর্নীতির বিরোদ্ধে সবাইকে এক হয়ে দুর্নীতি প্রতিরোধে সামিল হওয়ার আহ্বান জানান। একই সাথে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সবাইকে সোনার মানুষ হওয়ার জন্য আহ্বান জানান। এছাড়া সরকারী বিভিন্ন দপ্তরের দুর্নীতি সংক্রান্ত তথ্য জানানোর জন্য দুদকের টোল ফ্রি নং ১০৬ এর কথা সবাইকে প্রচার করার জন্য অনুরোধ জানান।
এছাড়া নাগরীর কর্ণেল হাট মোড়ে সনাক-টিআইবি, চট্টগ্রাম আলাদা মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন মানবন্ধনে সভাপতিত্ব করেন সনাক-টিআইবি, চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী, সাবেক সরকারি কর্মকর্তা সাইফুজ্জামান সাকি, টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর মো: জসিম উদ্দিন, এরিয়া কোঅর্ডিনেটর মো: তৌহিদুল ইসলাম ও ভোরের আলোর নির্বাহী মো: শফিকুল ইসলাম খান প্রমুখ। মানববন্ধনে টিআইবি’র ধারনাপত্র পাঠ করেন ইয়েস সদস্য মো: মিরাজুল ইসলাম ও সানু আক্তার নদী।
উল্লেখ্য জাতিসংঘের উদ্যেগেজাতিসংঘের উদ্যোগে ২০০৩ সালের ৩১ অক্টোবর ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ’ United Nations Convention Against Corruption (UNCAC) গৃহীত হয়। একই বছর ৯ থেকে ১১ ডিসেম্বর মেক্সিকোর মেরিডায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্মেলনে সনদটি স্বাক্ষরের উদ্দেশ্যে উম্মুক্ত করা হয়। স্বাক্ষর প্রদানের গুরুত্বকে স্মরণীয় রাখতে প্রতিবছর ৯ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে পালন করা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০০৪ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন করছে এবং ২০১৩ সাল থেকে দিবসটি সরকারিভাবে পালন ও স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলো। যার ধারাবাহিকতায় বাংলাদেশ ২০১৭ সাল থেকে সরকারিভাবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন করছে। দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিষয়টি আন্তর্জাতিক, রাষ্ট্রীয়, সরকারি ও সংশ্লিষ্ট দেশের নাগরিকসহ সকল অংশীজনেরÑ এই মর্মে প্রচারণা ও অধিপরামর্শমূলক কার্যক্রম পালন করা এই দিবসটি উদ্যাপনের মূল লক্ষ্য।
