১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

চরকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়

চরকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১৯ নভেম্বর বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু অনুপ কুমার রক্ষিতের সঞ্চালনায় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মিতাশ্রী চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ পটিয়া উপজেলার সহ-সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব এ. এইচ. এম মনজুর। বিশেষ অতিথি ছিলেন চারকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য জনাব আব্দুল মালেক। সম্মানিত অতিথি ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য জনাব মোঃ ফোরকান ও জনাব মোঃ আলমগীর। চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য জনাব মোঃ মাহবুবুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিটিআই কমিটির সদস্য মিসেস কুসুম আক্তার। শিক্ষক মন্ডলী যথাক্রমে- মিসেস দীপিকা পাল, তাপসী রানী বড়ুয়া, মোঃ আব্দুল আলীম, মোঃ ওহিদুজ্জামান, লিপি বড়ুয়া, নিশু দাস প্রমুখ।