লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ ঃ উপজেলার লোহাগাড়া ইউনিয়নস্থ আরকান সড়ক সংলগ্ন লোহাগাড়া বেসরকারী ডায়েবেটিক জেনারেল হাসপাতালের সামনে আরকান সড়কে এক দূর্ঘটনায় বাইক আরোহী মাদরাসা শিক্ষার্থী ১ জন নিহত ও অপর জন আহত হয়েছে। উভয় জনই আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা দাখিল শ্রেণীর শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ৭ ডিসেম্বর সকাল আনুমাণিক ১০ টায়। নিহতের নাম হাফেজ মোঃ ইশমাম (১৭)। সে কলাউজান ইউনিয়নে বাংলা বাজার সংলগ্ন সওদাগর পাড়ার আবদুল কুদ্দুসের পুত্র। অপরজন বাইক চালক নিহতের বন্ধু। সে ও একই শ্রেণীর ছাত্র মোঃ ইসমাইল (১৭)। তার বাড়ির সঠিক পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু মূসা খালেদ জামিল।
সূত্রে জানা গেছে, নিহত ইশমাম মাদরাসার আবাসিক হোস্টেলে থাকে। তার বন্ধু আহত ইসমাইল মোটর সাইকেল নিয়ে মাদরাসা থেকে ইশমামকে ডেকে সাথে নিয়ে বটতলী মোটর ষ্টেশনের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে তারা একটি সিএনজি অটো ট্যাক্সিকে ওভার টেক করতে গিয়ে সিএনজির ধাক্কায় ২ জনই গাড়ি থেকে ছিটকে পড়ে যায়। তন্মধ্যে নিহত ইশমাম ছিল সড়কের মাঝখানে এবং চালক মোঃ ইসমাইল ছিল সড়কের এক পাশের্^। একই সময় দ্রুত গতিসম্পন্ন কক্সবাজার অভিমুখী একটি নোহা গাড়ি ইশমামকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ইশমাম ঘটনাস্থলে প্রাণ হারায় এবং আহত ইসমাইলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে একটি বেসরকারি হাসপাতালে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ রাশেদুল ইসলাম জানান, ইশমাম ও তার বন্ধু ইসমাইল মোটর সাইকেল যোগে আধুনগর কামিল মাদরাসা থেকে বটতলী মোটর ষ্টেশনের দিকে যাচ্ছিল। উল্লেখিত সময়ে তারা ঘটনাস্থলে একটি সিএনজি টেক্সিকে ওভার টেক করতে গিয়ে কক্সবাজার অভিমুখী নোহা গাড়ির চাপায় প্রাণ হারায় এবং অপর জন আহত হয়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান-এর সহিত মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, এ’ব্যাপারে তাঁদেরকে কেউ জানাননি। যে কারণে তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত নন।
