১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে লোহাগাড়ায় আহত -১

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আওতাধীন ২ নং ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদস্থ খৈয়ারকূল এলাকার আইয়ুব ফান্ডেশন সংলগ্ন ব্রীজের পাশের্^ রেল লাইনের উপর দাঁড়িয়ে অসতর্কতার সহিত সেলফি তুলতে গিয়ে গুরুতর আহত হন ১ যুবক। ঘটনাটি ঘটেছে ৭ ডিসেম্বর দুপুর আনুমাণিক ২ টায়। উক্ত যুবকের নাম মোহাম্মদ রাসেল (২২)। তিনি সাতকানিয়া উপজেলাধীন উত্তর ঢেমশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিদুওয়ানুল হকের বাড়ির মোঃ আবদুল্লার পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আমিরাবাদ ইউপি সদস্য শারফু সিকদার। তিনি জানান, রাসেলের বাড়ি সাতকানিয়া উপজেলায়। তাঁর নানার বাড়ি লোহাগাড়া উপজেলা সীমানা সংলগ্ন সাতকানীয়া উপজেলাধীন সোনাকানিয়া ইউনিয়নস্থ ৭ নং ওর্য়াডের হাতিয়ারকূল এলাকার খলিফার পাড়ায়। তাঁর নানার নাম মৃত কালু মিয়া। তিনি তাঁর নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় রাসেল তার মামা ফারুকের সাথে আমিরাবাদের দিকে আসার সময় হঠাৎ কক্সবাজার দিক থেকে ট্রেন আসতে দেখেন। ওই সময় কৌতূহলবশতঃ রেল লাইনের উপর দাঁড়িয়ে অসতর্কতার সহিত সেলফি তুলতেই হঠাৎ পেছনের দিক থেকে ট্রেন এসে তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে দূরে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মামাসহ অন্যরা প্রথমে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।