লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলার পদুয়া তেওয়ারী হাট সংযুক্ত তুলাতলী এলাকার গারাংগীয়াগামী সড়কের পাশের্^ অগ্নিকান্ডে ৮ টি দোকান অগ্নিদগ্ধ হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৫ ডিসেম্বর বিকেল আনুমাণিক সাড়ে ৪ টায় এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মোটর সাইকেল ওয়ার্কসপসহ অকটেন বিক্রির দোকান, গ্যাস সিলিন্ডারের দোকান, চালের আড়ত, সিএনজি অটো ট্যাক্সি ওয়ার্কসপ ও মোটর পার্টসের দোকান প্রভৃতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লেখিত সময়ে হঠাৎ ওই স্থান থেকে আগুনের ধোঁয়া তাঁরা দেখতে পান। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ৮টি দোকান পুড়ে যায়। ওই সময় আরকান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। থানা পুলিশ প্রশাসন ও দোহাজারী হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। অপরদিকে অগ্নিকান্ডের খবর শুনে লোহাগাড়া ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে মোটর সাইকেলের অকটেন বিক্রির দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। তবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও নিরুপন করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত দোকানি নুরুল আলম জানান, তাঁর ২ টি মোটর পার্টসের দোকান অগ্নিদগ্ধ হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্সের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা হুমায়ূন জানান, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং উভয় ফায়ার সার্ভিস ষ্টেশনের ৪ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপন করা সম্ভব হয়নি বলে তিনি জানান। প্রাথমিকভাবে তাঁর ধারণা, মোটর সাইকেলের অকটেন বিক্রির দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। তবে, তিনি এ ব্যাপারে নিশ্চিত হয়ে বলতে পারেননি।
অগ্নিকান্ডের খবরশুনে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুন হাসান ও পদুয়া ইউপি চেয়ারম্যার হারুনর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদেরকে সম্ভাব্য সহযোগিতার আশ^াস দেন।
