১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

সাশ্রয়ী সেবা প্রদানে উইম্যান চেম্বারের সাথে এস্টে মেডিকেল বাংলাদেশের সমঝোতা

সাশ্রয়ী সেবা প্রদানের লক্ষ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করল এস্টে মেডিকেল বাংলাদেশ। এস্টে মেডিকেল বাংলাদেশ এই স্মারক স্বাক্ষরের আওতায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সদস্যদের বিশেষ ছাড়ে সেবা প্রদান করবে। গতকাল ১৮ নভেম্বর ২০২৩ তারিখে উভয় প্রতিষ্ঠানের মাঝে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান ও এস্টে মেডিকেল বাংলাদেশ এর ব্যবস্থপনা পরিচালক মোহাম্মদ ফয়সাল স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সদস্য শিরীন আক্তার শিল্পী, রিফাত ফাতিমা চৌধুরী ও নুসরাত হোসেন এবং এস্টে মেডিকেল বাংলাদেশ এর পক্ষে প্রতিষ্ঠানের এজিএম মোঃ রাকিবুল ইসলাম সহ উম্মে হাবিবা ও ইমরুল কায়স উপস্থিত ছিলেন।