২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

চবি ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নমিউল হক তোফাইল এর উদ্যোগে নগরীর বাকলিয়া এক্সেস রোডে আনন্দ শোভাযাত্রা ও বিএনপি জামাতের হরতাল, অবরোধ বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নগরীর বাকলিয়া এক্সেস রোড থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রফিক ম্যানসনের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে প্রোগ্রামটি সম্পন্ন হয়। এ সময় তোফাইল বলেন, দেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদান করে আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে।