চট্টগ্রাম মৎস্য বন্দরের কনফারেন্স রুমে চট্টগ্রাম মৎস্য বন্দরের মহাব্যবস্থাপক, কমান্ডার মোহাম্মদ মাজহারুল হক, (জি), বিএন এর সভাপতিত্বে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সাংগঠনিক কাঠামো পর্যালোচনা সংক্রান্ত একটি সভা ১২ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফডিসি’র সম্মানিত চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণ সংক্রান্ত কমিটির সম্মানিত সভাপতি খোরশেদা ইয়াসমীন, এনডিসি, অতিরিক্ত সচিব (সওব্য), জনপ্রশাসন মন্ত্রণালয় ও কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যথাক্রমে শেখ মোমেনা মনি, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, ড. আবু নঈম মুহাম্মদ আব্দুছ ছবুর, যুগ্মসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মোহাম্মদ আজাদ ছাল্লাল, যুগ্মসচিব, অর্থ বিভাগ, খালেদ মোহাম্মদ জাকী, যুগ্মসচিব (বিধি), জনপ্রশাসন মন্ত্রণালয় এবং কমিটির সদস্য সচিব, মোছাম্মাৎ ফারহানা রহমান, উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর পরিচালক (অর্থ) মোঃ ফজলুল হক, এনডিসি (যুগ্মসচিব) ও মোঃ শামসুজ্জামান, ব্যবস্থাপক (পরিকল্পনা) এবং ‘কক্সবাজার জেলায় শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন’ প্রকল্প পরিচালক, বামউক, ঢাকা ও ফাখরুল ইসলাম, উপ পরিচালকসহ চমব’র সকল বিভাগীয় প্রধান, উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।