১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকতাদের র‍্যাংক ব্যাজ পরালেন সিএমপি কমিশনার

আজ ১২ নভেম্বর রোববার নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় ।
উল্লেখ্য, সোমবার (৬ নভেম্বর ২০২৩) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে এই পদোন্নতি প্রদান করা হয়।
এই প্রজ্ঞাপনে সিএমপি থেকে ১১ জন পুলিশ কর্মকর্তা পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি ও ২ জন পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:
মোহাম্মদ সালাম কবির, উপ-পুলিশ কমিশনার, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ও বন্দর।
মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার, সদর।
এস এম মোস্তাইন হোসেন, উপ-পুলিশ কমিশনার, এস্টেট এন্ড ডিভেলপমেন্ট।
মোঃ মোখলেসুর রহমান, উপ-পুলিশ কমিশনার, উত্তর বিভাগ।
মোহাম্মদ তারেক আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক-পশ্চিম বিভাগ।
হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া, উপ-পুলিশ কমিশনার (পরিবহন)
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার, দক্ষিণ বিভাগ।
অনিন্দিতা বড়ুয়া, কমান্ড্যান্ট, ইনি-সার্ভিস ট্রেনিং সেন্টার।
জয়নুল আবেদীন, উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক-উত্তর।
মুহাম্মদ আলী হোসেন, উপ-পুলিশ কমিশনার, ডিবি বন্দর-পশ্চিম।
মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সরবরাহ)।
পুলিশ সুপার পদে পদোন্নতি কর্মকর্তারা হলেন:
গাজী রবিউল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সরবরাহ)।
পঙ্কজ দত্ত, পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, উত্তর বিভাগ।
এসময় সেখানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের পরিবারের সদস্যবৃন্দ ও সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল মান্নান মিয়াসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।