২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

রংমহল নূরানী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ রংমহল নূরানী মাদ্রাসায় ৪ নভেম্বর শনিবার এক অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ২য় সাময়িক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবককে পুরষ্কৃত করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসানুল ইসলাম আদর, বিশেষ মেহমান ছিলেন রংমহল খাদেম মাস্টার নাসির উদ্দিন হেফজখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আলাউদ্দীন, বিশেষ অতিথি ছিলেন ডা. নাজিম উদ্দিন, মাওলানা নুরুল আবছার, এনামুল হক খাঁন, মো. শফিকুর রহমান, জমিস উদ্দিন, দিদারুল আলম টিপু, আলহাজ্ব মুজিবুল হক সিকদার, কবির আহমদ সওদাগর, আরহাজ্ব মো. আরিফ, মো. আশরাফুল ইসলাম, মো. রমজান আলী, তাহামিদুল হাসান তুহিন, সঞ্চালনায় ছিলেন মালুমঘাট আইডিয়াল স্কুলের শিক্ষক জাবের আহমেদ। এছাড়াও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গসহ ছাত্রদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এলাকার সামাজিক উন্নয়নে এলাকার সচেতন মহলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান এবং ৬ নভেম্বর রংমহল রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও বিগত বছরের ৪৫ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধনের ঘোষণা দেন।