আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম (আইআইইউসি) এর ইলেক্ট্রনিক এন্ড টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের স্নাতোকোত্তীর্ণ ছাত্রদের বিদায় উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ৩০ অক্টোবর আইআইইউসি টেলিকম ক্লাব কর্তৃক এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং আইআইইউসি-র মহিলা একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ.ফ.ম আকতারুজ্জামান কায়সার, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরজনাব খোরশেদ আলম এবং বিজ্ঞান ও প্রকৌশলঅনুষদের ডীন ড. মোঃ শামীমুল হক চৌধুরী।
