অক্সফাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) বাস্তবায়িত “এম্পাওয়ারম্যান্ট অব্ ফিশারউইমেন ইন কোস্টাল চট্টগ্রাম এন্ড কক্সবাজার (ইএফসিসিসি) প্রকল্প”র আওতায় মৎস্যজীবী ও মৎস্যখাতে কর্মরত নারীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকির উপর সম্পাদিত গবেষণাপত্রের আলোকে আজ ৩১ মার্চ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার পৌরসভার সম্মেলনকক্ষে আয়োজিত কর্মশালায় স্টাডি টীমের সদস্য মো. আবীদ হাসান ফান্সের Universite Paris Cite হতে সরাসরি অনলাইনে কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতর কক্সবাজার এর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, কক্সবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. পিংকি বড়–য়া, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠের সিনিয়র প্রতিবেদক এইচ. এম এরশাদ ও কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলম। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরাম এর ম্যানেজার (সোশ্যাল ডেভেলপমেন্ট) সোহাইল উদ দোজা। সূচনা বক্তব্য রাখেন, বিবিএফ’র প্রকল্প কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং আরো বক্তব্য রাখেন উখিয়া জালিয়াপালং ইউপি মেম্বার মো. হোসাইন সিকদার, তৌহিদ বেলাল, মৎস্যজীবী নারী হাদিছা, মহিলা অধিদফতরের প্রতিনিধি রমজান আলী, সহায়ক তাজমিন জাহান, মো. আবদুল্লাহ ও সওরিন জান্নাত। উল্লেখ্য, গবেষণাদলের টীম লিডার হিসেবে ছিলেন বিবিএফ’র রিসোর্স পার্সন ডা. চার্লস এরিক হালদার।
অনলাইন জুম প্ল্যাটফর্মে পরিচালিত কর্মশালায় মৎস্যজীবী ও মৎস্যখাতে কর্মরত নারীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকির উপর পরিচালিত স্টাডির প্রেক্ষিত, আঙ্গিক, স্টাডির মেথড, পেশাগত স্বাস্থ্যঝুঁকির ধরণ, স্বাস্থ্যঝুঁকির মাত্রা, ব্যক্তিগত সুরক্ষার অবস্থা, সুপারিশ ইত্যাদি গবেষণায় প্রাপ্ত বিষয় নিয়ে আলোচনার পর প্যানেল আলোচকবৃন্দ স্টাডিতে আরো কিছু বিষয় যুক্ত করার জন্য সুপারিশ করেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল, কর্মস্থলে চাইল্ড কেয়ার সেন্টার স্থাপন, নারীদের নিউট্রিশন ঘাটতি, কোল্ড স্টোরেজ স্থাপন, ভুল তথ্যের ভিত্তিতে বাদ পড়া জেলেদের জেলে কার্ডের আওতায় আনা, নারীদের মজুরী বৈষম্য নিরসনে পদক্ষেপ, কর্মস্থলে নারী সহিংসতা হ্রাসে করণীয়, রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুতে মৎস্যজীবী নারীদের ছুটি ও সুবিধাদি নিশ্চিতকরণ ইত্যাদি। কর্মশালায় প্রাপ্ত সুপারিশ ও আলোচনার ভিত্তিতে গবেষণাপত্রটিতে বিষয়গুলো যুক্ত করে চুড়ান্ত গবেষণাপত্র প্রকাশ করা হবে এবং মৎস্যজীবী নারীদের স্বাস্থ্য ও পেশার সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট স্ব স্ব সরকারি দফতরগুলি আরো দায়িত্বশীল হওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, এম্পাওয়ারিং উইমেন থ্রু সিভিল সোসাইটি এক্টরস্ ইন বাংলাদেশ) এর আওতায় ব্রাইট বাংলাদেশ ফোরাম চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী ও মৎস্যখাতে কর্মরত নারীদের উপর বৈষম্য দূরীকরণ, পেশাগত স্বাস্থ্য ঝুঁকি নিরসন, জীবন-জীবিকার মানোন্নয়নে সরকারি-বেসরকারি সেবাদি নিশ্চিত করা, পরিবার-সমাজ ও কর্মক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক সহিংসতা হ্রাস এবং আইনী অভিগম্যতা নিশ্চিত করতে স্থায়িত্বশীল কমিউনিটি লিগ্যাল সাপোর্ট ইউনিট গঠনকল্পে এই প্রকল্প বাস্তবায়ন করছে। বিবিএফ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার কর্ণফুলী উপকুলীয় পাথরঘাটা, ফিরিঙ্গিবাজার ও বক্সিরহাট ওয়ার্ড এবং কক্সবাজারের কক্সবাজার সদর, কক্সবাজার পৌরসভা ও উখিয়া উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে ১০০০ জন মৎস্যজীবী ও মৎস্যকাজের সাথে সম্পৃক্ত নারীদের নিয়ে গঠিত স্ব-সহায়ক দলের মাধ্যমে।
