১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মারা গেছেন

 

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। এদিনই তিনি বামরুনগ্রাদ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক তাহমিনা সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

এমপি তাহমিনা সিদ্দিক বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মরদেহ ঢাকার সিএমএইচে রাখা হয়েছে।