২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

চট্টগ্রাম নগরীর ছোটপুল হিন্দু পাড়ার অর্জুন শীলের পরলোকগমন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন দক্ষিণ আগ্রাবাদস্থ ছোটপুল হিন্দু পাড়া নিবাসী অর্জুন শীল (৬১) আজ ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ভাই, তাদের স্ত্রী, ৩ বোন, ভগ্নিপতি, ভাতিজা-ভাতিজি, ভাগ্নে-ভাগ্নি, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত অর্জুন শীল বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী প্রয়াত বিজয় কুমার শীল ও নগরীর পাঠানটুলী খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী প্রয়াত চঞ্চলতা শীলের জ্যৈষ্ঠ পুত্র। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) অন্যতম সদস্য, দৈনিক খবর-এর চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রিপোর্টার ও জাতীয় সংবাদ সংস্থা-এনএনবি’র চট্টগ্রাম প্রধান রনজিত কুমার শীল প্রয়াত অর্জুন শীলের ভগ্নিপতি। একই দিন বিকেল ৫টায় নগরীর কোতোয়ালী থানাধীন বলুয়ারদীঘিস্থ অভয়মিত্র মহাশ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়।