২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বুধবার শরৎকাল

আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ১০ম সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আই আই ইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর ১০ম সভা ২০ সেপ্টেম্বর আইআইইউসির কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজএর ১০ম সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
বোর্ড অব ট্রাস্টিজ এর ১০ম সভায় উপস্থিত ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিওটি সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি, বিওটি ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্সকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, বিওটি সদস্য ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ফসিউল আলম, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য ও মিডিয়া, প্রেস, পাবলিকেশন এন্ড এডভারটাইজম্যান্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ, বিওটিসদস্য প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, বিওটিসদস্য প্রফেসর মোহাম্মদ আব্দুর রহিম, বিওটি সদস্য ড. মোঃ শামসুজ্জামান, বিওটিসদস্য আলহাজ্ব মোঃ ইসমাইল মিয়া (মানিক), বিওটিসদস্য আব্দুল মতিন ভূঁইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, এসিএফডি ডিরেক্টর প্রফেসর আফজাল আহমেদ।
আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ এর ১০ম সভায় বিগত সভার কার্যবিবরনী নিশ্চিতকরণ, ২৪৬ তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এছাড়া আইআইইউসির সরকারি, বেসরকারি ও বৈদেশিক সাহায্যে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সমূহের প্রতিবেদন, আইআইইউসির সার্বিক একাডেমিক কার্যক্রমের প্রতিবেদন, ফাইন্যান্স কমিটির আর্থিক প্রতিবেদন ও বাজেট, ইন্টারনাল অডিট কমিটির প্রতিবেদন, মিডিয়া, প্রেস, পাবলিকেশন এন্ড এডভারটাইজম্যান্ট কমিটির প্রতিবেদন, পারচেজ কমিটির প্রতিবেদন ও ফিমেল একাডেমিক জোন ম্যানেজম্যান্ট কমিটির প্রতিবেদন পেশ ও অনুমোদনকরা হয়।
সভায় আইআইইউসির একাডেমিক কার্যকলাপ, অবকাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রম ও সার্বিক অগ্রগতি পর্যালোচনা করে বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্যবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন এবং বোর্ড অব ট্রাস্টিজএর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজামুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি নেতৃত্বে আইআইইউসির এই অগ্রযাত্রাআরও বেগবান হওয়ার আশা ব্যক্ত করেন।