নিউজ চাটগাঁ ডেক্স : চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার স্টাফ রিপোর্টার জয়া চক্রবর্ত্তী’র পিতা, আনোয়ারা থানাধীন পরৈকোড়া গ্রামের নিবাসী বিশিষ্ট সমাজসেবক অশোক রায় পুরোহিত (৮৬) গত ২৯ জুলাই চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তিনি ৩পুত্র, ১ কন্যা, ১ জামাতাসহ অনেক আত্নীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ভূমিকার সাথে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন, বাংলাদেশের ডেপুটি এর্টনি জেনারেল এডভোকেট মোহাম্মদ আবুল হাশেম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ ভাইস প্রেসিডেন্ট ডাঃ শেখ শফিউল আজম, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ.কে জাহেদ চৌধুরী, নিষ্ঠার ট্রাষ্টি ও ভাইস চেয়ারম্যান এম এ সবুর, দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ, শ্রীশ্রী রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদ, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক এডভোকেট টিপু শীল জয়দেব, জ্যাোতিষবীদ সলিল আচার্য্য, সৃজন সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
