২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বুধবার শরৎকাল

আইআইইউসিতে আমেরিকায় উচ্চ শিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম(আইআইইউসি) এ আমেরিকায় উচ্চ শিক্ষা ও অ্যাসিস্টেন্টশীপ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ ২৬ জুলাই আমেরিকান কর্নার চট্টগ্রামএর সহযোগিতায় আয়োজিত আইআইইউসি সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। সভাপতিত্ব করেন ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ডিভিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মহিউদ্দিন। মুখ্য আলোচক ছিলেনআমেরিকান কর্নার চট্টগ্রামএর এডুকেশন ইউএসএ এডভাইজরমিস সামিরা খান।
ইন্টারন্যাশনাল এফেয়ারস এন্ড স্টুডেন্ট ওয়েল ফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এ এফ এম আক্তারুজ্জামান কায়সার ও প্রক্টর মোহাম্মদ ইফতেখার উদ্দিন।
প্রধান অতিথি বক্তব্যে প্রফেসর আনোয়রুল আজিম আরিফ বলেন, আইআইইউসি শিক্ষার্থীদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সেরা বিশ্ববিদ্যালয় সমূহে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশের সেবা করার সুযোগ করে দেয়। স্কলার শিপ দিয়ে মেধাবী শিক্ষার্থীদের দেশের বাইরে পাঠানো হয় যা আইআইইউসি কে ব্যতিক্রমী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছে। তিনি আরও বলেন, কর্মজীবনে সফলতা অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে বিদেশি ডিগ্রির গুরুত্ব রয়েছে।