২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিটের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম

চট্টগ্রাম সহ দেশের সকল জেলায় ক্রমান্বয়ে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ এবং তারই সাথে বেড়ে চলেছে হাসপাতালে রোগীর সংখ্যা।। বর্তমানের এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দরকার জনসাধারণকে “ডেঙ্গুপ্রতিরোধে জনসচেতনতা” বাড়ানো।।এরই পরিপ্রেক্ষিতে যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট, চট্টগ্রামের উদ্যোগে গত ২০ জুলাই ডেঙ্গু প্রতিরোধে সরকারি সিটি কলেজ প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত করা হয়।। এছাড়াও কলেজের আশেপাশের বিভিন্ন দোকানে ও পথচারীদের ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।।
উক্ত কার্যক্রম পরিচালনা করেন ইউনিটের সহকারি দলনেতা-০২ কাউসার আক্তার মোনা।।এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী পর্ষদ সদস্য সিফাত, রিনি, ইমরান, সিদিরাত, লাভলু, ত্রয়ী, তাউসিফ, পুষ্পিতা এবং আলিফ।।
এছাড়াও অংশগ্রহন করেনযুব সদস্য রাকিব, সুদর্শন, তাহসিন, ইফা, জান্নাত, অনন্ত, প্রতিম, জয়শ্রী, রাফি, সাদমান, সামিন, পূর্ণিতা, তুলি, সাবির, শাহরিয়ার, রিফাত, সাবিলাসহ প্রমুখ ।