নিউজ চাটগাঁ ডেক্স : এসএসসি-৮৯ । এইচএসসি- ৯১ শিক্ষাব্যাচ ভিত্তিক অ্যামেচার ফোরাম। দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে থাকা বন্ধুদের নিয়ে এটি ফেসবুক ভিত্তিক ফোরাম হিসেবে নিজেদের পারস্পরিক যোগাযোগ এর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগসমূহ বাস্তবায়ন করে আসছে ২০১৮ থেকে। এরই অংশ হিসেবে এ’বছর জুন-জুলাই মাসে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ’উপলক্ষে চট্টগ্রামে ২১জুলাই ২০২৩ শুক্রবার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসন ঘোষিত “২০২৩ সালে ২৩ লক্ষ” গাছ লাগানো কর্মসূচির সাথে “এসএসসি-৮৯ । এইচএসসি- ৯১” এর চট্টগ্রাম অংশের এই উদ্যোগ যুক্ত হবে। আগামীকাল সকাল ৯টায় নগরীর হালিশহরস্থ এসি মসজিদ চত্বরে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন হতে যাচ্ছে।
আগামীকাল চট্টগ্রামের ৭টি স্পটে ৫০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে। চট্টগ্রামে এই প্রথম কোন ব্যাচ ভিত্তিক বন্ধুদের নিয়ে বৃক্ষ রোপন উৎসব। বৃক্ষরোপনের ৬টি স্পট নির্ধারণ করা হয়েছে: ১) পি এইচ আমীন একাডেমি ২) ডা. ফজলুল হাজেরা কলেজ ৩) হালিশহর আই ব্লক পার্ক ও হালিশহর আই ব্লক মাঠ ৪) কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ৫)গুল – এজার সিটি করপোরেশন মুসলিম বালিকা বিদ্যালয় ৬) হালিশহর বেগম জান বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ৭) কর্ণফুলী তথা বঙ্গোপসাগর তীর ঘেঁষা রিং রোড। বৃক্ষরোপন এর পর কর্মসূচিতে আরো আছে- পতেঙ্গা সী বিচ সংলগ্ন বঙ্গবন্ধু টানেল প্রকল্প সংলগ্ন স্থানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যাচের বন্ধুদের আনন্দ আড্ডা ও সংগীত সন্ধ্যা।
