২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

চীনের উইচ্যাট প্ল্যাটফর্মে অ্যাপলের স্টোর

চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট প্ল্যাটফর্মে অফিশিয়াল স্টোরের যাত্রা শুরু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। চীনে অ্যাপলের বাজার সম্প্রসারণে নতুন পদক্ষেপ হিসাবে একে চিহ্নিত করেছে প্ল্যাটফর্মটি।

চীনের শীর্ষ এই মেসেজিং অ্যাপটিতে ই-কমার্স, লাইভস্ট্রিমিং এবং আর্থিক লেনদেনসহ বিভিন্ন সুবিধা পাওয়া যায়।

নতুন অ্যাপল স্টোর থেকে আইফোন, আইপ্যাড ও ম্যাকের মতো অ্যাপলের পণ্য কেনা যাবে স্টোরটি থেকে।

উইচ্যাট ও টিকটকের চীনা সংস্করণ হিসাবে পরিচিত ডৌয়িন-এর দিকে চীনা ব্যবহারকারীরা অতিমাত্রায় ঝুঁকে পড়ছে। এরই পরিপ্রেক্ষিতে অ্যাপলের এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে অ্যাপল কিংবা টেনসেন্টের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।