১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

উত্তর জেলা শ্রমিক লীগের নবনির্বাচিত সভাপতি এড.শামীমের সকাশে বিভিন্ন সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : ৪ জুলাই চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎে মিলিত হয় হাটহাজারী ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক লীগের নেতৃবৃন্দ এবং চিকনদন্ডি ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সহ সভাপতি আবু লাইছ, ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক লীগের নেতৃবৃন্দ এবং চিকনদন্ডি ইউনিয়ন শ্রমিক লীগের কমিটির সদস্যবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের কল্যাণে যে পদক্ষেপ সমূহ গ্রহণ করেছে তা সাধারণ শ্রমিকদের কাছে কাছে গিয়ে তুলে ধরতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে জয়ী করতে আমাদের এখন থেকে তৃনমুলে কাজ করে যেতে হবে।