২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

চট্টগ্রামে ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল আযহা উদযাপিত

দৈনিক নিউজ চাটগাঁ থেকে অভিষেক চৌধুরী : আজ পবিত্র ঈদুল আযহা। সারাদেশের ন্যায় চট্টগ্রামেও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পৃথক পৃথক বাণীতে চটগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন মন্ত্রী, উপমন্ত্রী, মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা । শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁরা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
লাখো ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর কাছ থেকে ক্ষমা ও অনুগ্রহ লাভের আশায় নামাজ শেষে পশু কোরবানি আয়োজনে শামিল হয়েছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে সকাল ৭. ৩০ মিনিটে ১ম ও পরে ২য় জামাত অনুষ্ঠিত হয়। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

ঈদগাহ ময়দানে সকলের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে ।

এসময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, সাবেক মেয়র মাহমুদুল হাসান চৌধুরী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠসহ নানা শ্রেণী পেশার মুসল্লীরা একসাথে কাতারবন্দি হয়ে ঈদের নামাজ আদায় করেন। এসময় মুসল্লীরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করেন।