চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকায় এক ব্যক্তির মোবাইল ছিনতাই করে পালানোর সময় মো: নুর কাদের (২৭) নামে এক ছিনতাইকারীকে মোবাইলসহ আটক করা হয়েছে।
আজ ২৭ জুন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের টিআই (বাকলিয়া) মো: মনিরুজ্জামান ভূঁইয়া ঘটনার সময় এ ছিনতাইকারীকে আটক করে বাকলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করে।
এসময় উদ্ধারকৃত মোবাইলটি ছিনতাইয়ের শিকার ব্যক্তির কাছে তুলে দেয়া হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারী নুর কাদের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকার মিয়াজী বাড়ির নুরুল আবসারের পুত্র।
