২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

ট্রাফিক দক্ষিণ ও বিআরটিএ’র অভিযানে ৯ মামলা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ শহরের যানজট নিরসন ও জনসাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যেআজ ২৬ জুন কাজীর দেউরী মোড় এলাকায় সকল প্রকার অবৈধ, ঝুঁকিপূর্ণ ও ফিটনেস বিহীন পিকআপ, লেগুনা, বরতাকিয়াসহ অন্যান্য গাড়ির গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ যৌথভাবে পরিচালিত অভিযানে ত্রুটিপূর্ণ ৯টি গাড়ির বিরুদ্ধে ৯টি মামলা রুজু ও ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল জান্নাত। ট্রাফিক-দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা, টিআই (আন্দরকিল্লা) আব্দুল মুকিত, সার্জেন্ট মোঃ সুমন উদ্দিন, সার্জেন্ট ছোটন তঞ্চঙ্গ্যা ও সার্জেন্ট সাদ্দাম হোসেন পাটোয়ারী অভিযানে সহযোগিতা করেন।
টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শহরের যানজট নিরসন ও জনসাধারণের যাতায়াত নির্বিঘœ করতে কাজির দেউরী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়কে চলাচলকারী বিভিন্ন গাড়ির ডকুমেন্ট চেক করা হয়। যে সকল গাড়ির ডকুমেন্ট ত্রুটিপূর্ণ ছিল সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।