নিজস্ব প্রতিবেদক : ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার নব-নির্বাচিত পৌরসভার মেয়র জনাব লায়ন এ কে জাহেদ চৌধুরীকে চট্টগ্রাম জেলা প্রশাসন এর পক্ষ থেকে জেলার মাসিক উন্নয়ন সভায় উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জ্ঞাপন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) রাকিব হাসান, সিভিল সার্জন ডাঃ ইলিয়াছ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার চট্টগ্রাম, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব,ইউ.এন.ও ফটিকছড়ি,ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল সহ বিভিন্ন পৌরসভার মেয়র ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসময় লায়ন এ কে জাহেদ চৌধুরী জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পৌরসভার উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন।
