১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

চট্টগ্রামে মহাসমারোহে রথযাত্রা পালন

নিউজ চাটগাঁ ডেক্স : শ্রীশ্রী জগন্নাথ এর রথযাত্রা ২০ জুন সারাদেশের সাথে মিল রেখে চট্টগ্রামেও মহাসমারোহে রথযাত্রা উদযাপিত হয়। প্রতি বছর হিন্দু ক্যালেন্ডারের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে জগন্নাথের রথযাত্রা বের হয়। জগন্নাথ আক্ষরিক অর্থে প্রভু বা বিশ্বজগতের প্রভু।
ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথে চড়ে ভক্তের দর্শন দেওয়ার জন্য মর্তে নেমে আসেন বলে ধারণা করেন হিন্দু ধর্মালম্বীরা। চট্টগ্রামে সর্ববৃহৎ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন প্রর্বতকের আয়োজেনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়াও নন্দনকানন ইসকন মন্দির, তুলসী ধাম সহ বিভিন্ন মঠ মন্দিরের আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।
রথযাত্রায় রথের পাশাপাশি বিভিন্ন বৈদিক, পৌরণিক কাহিনীর সাথে মিল রেখে চরিত্র সাজসজ্জা, ব্যানার, পেষ্টুন তৈরি, প্রসাদ বিতরণ সহ বিভিন্ন র‌্যালি সহকারে বিশ্ববিদ্যালয়, সংগঠন ও ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে। রথযাত্রা সফল করার লক্ষ্যে সিএমপির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিলো।

ধর্মপ্রাণ হিন্দু ধর্মালম্বীরা জগন্নাথ এর দর্শন এবং রথ টানার লক্ষ্যে বিভিন্ন মোড় সমূহে অবস্থান করে আনন্দ উপভোগের মাধ্যমে রথযাত্রার আনন্দ সকলের সাথে ভাগ করে নেয়।
উল্লেখ্য যে, রথযাত্রার পূর্বে ১০৮টি কলসিতে কূপ থেকে জল ভর্তি করে স্নান করানো হয়। জগন্নাথদেবকে বছরে একবার স্নান করানো হয়। এই জলে স্নান করলে ভগবান জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্বাস করা হয়। জাফরান ছাড়াও অনেক ওষুধ জলেতে মেশানো হয়। এরপর ১৪ দিন বন্ধ থাকে মন্দিরের দরজা। এরই পর ভক্তদের দর্শন দেওয়ার মাধ্যমে রথযাত্রা উদযাপন করা হয়। আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে।