১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

র‌্যাগস ইমার্ট টিভি মেলায় স্যামসাংয়ের দারুণ সব অফার

চলছে র‌্যাংগস ইমার্ট টিভি মেলা। মেলাটিতে স্যামসাং টেলিভিশনের বিভিন্ন মডেল এখন দারুণ ছাড়ে পাওয়া যাচ্ছে। মেলায় সর্বোচ্চ ৪৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের টিভি মডেলগুলো। মেলাটি চলবে আগামী ৩০ জুন, ২০২৩ পর্যন্ত।
অফারের মাধ্যমে স্যামসাংয়ের ৩২ ইঞ্চি এইচডি টিভি (এন৪০১০) এর মূল্য নেমে এসেছে মাত্র ১২,৯০০ টাকায় (পূর্ববর্তী মূল্য ২৯,৯০০ টাকা)। এছাড়াও র‌্যাংগস ইমার্ট টিভি মেলায় ৪৩ ইঞ্চি এফএইচডি টিভি (টি৫৪০০) ৩৮,৯০০ টাকা (পূর্ববর্তী মূল্য ৫০,৯০০ টাকা); এবং ৬৫ ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভি (এইউ৭৭০০) ১০৯,৯০০ টাকায় (পূর্ববর্তী মূল্য ১৩৪,৯০০ টাকা) পাওয়া যাচ্ছে।
পাশাপাশি, স্যামসাং ৬৫ ইঞ্চি ফোরকে কিউএলইডি টিভি কিউ৭০৮ এর মূল্য নেমে এসেছে ১৯৯,৯০০ টাকায়, যার পূর্ববর্তী মূল্য ছিল ২৬৯,৯০০ টাকা। ৭৫ ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভি এইউ৮০০০ এবং বিইউ ৮০০০ অফারে পাওয়া যাচ্ছে যথাক্রমে ২০৪,৯০০ টাকা (পূর্ববর্তী মূল্য ২৬৪,৯০০ টাকা) এবং ২১৯,০০০ টাকায় (পূর্ববর্তী মূল্য ২৭৪,৯০০ টাকা)। আর ৮৫ ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভি বিইউ৮০০০ এর অফার মূল্য থাকছে ৩৪৯,৯০০ টাকা, যার পূর্ববর্তী মূল্য ছিল ৪২৪,৯০০ টাকা। ক্রয়কৃত সকল টিভির সাথে বিনামূল্যে হোম ডেলিভারি, ইন্সটলেশন এবং হোম সার্ভিস সুবিধা দিচ্ছে স্যামসাং। তাই বলা যায়, ক্লিয়ারেন্স সেলের এমন দূর্দান্ত অফার নিঃসন্দেহে ক্রেতাদের জন্য পছন্দ ও নির্ভরযোগ্যতার বিচারে শীর্ষ ব্র্যান্ড স্যামসাংয়ের টিভি কেনার সেরা সুযোগ।
এ প্রসঙ্গে শাহরিয়ার বিন লুৎফর, স্যামসাং বাংলাদেশের হেড অব বিজনেস, কনজিউমার ইলেকট্রনিক্স, বলেন, “গ্রাহকদের জন্য নিজ নিজ সুবিধা, প্রয়োজনীয়তা এবং বাজেট অনুযায়ী স্যামসাংয়ের পছন্দের টেলিভিশন মডেলটি বেছে নেওয়ার অনন্য সুযোগ হিসেবে এসেছে টিভি মেলা। মেলায় গ্রাহকরা নিজেরা সরাসরি টিভিগুলো দেখে এবং সকল ফিচার বুঝে নিজ প্রয়োজন ও পছন্দ অনুসারে কেনার সুবিধা পাচ্ছেন”।