২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

চসিক বৌদ্ধ পেশাজীবী পরিষদের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বুদ্ধ পূর্ণিমা ও বুদ্ধ জয়ন্তী উদযাপন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বুদ্ধ পূর্ণিমা ও বুদ্ধ জয়ন্তী উদযাপনের সার্বিক পরিকল্পনা সম্পর্কে অবগত হয়ে এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, ধর্মীয় পরিচয় এর ভিত্তিতে বিভেদ নয় বরং মনুষ্যত্বের পরিচয়ই আমার কাছে বরাবর প্রাধান্য পেয়ে আসছে। তাই বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে চট্টগ্রামকে এগিয়ে নিতে সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করে যাব।
সভায় উদ্বোধনী ভাষণ প্রদান করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদের সভাপতি(ভারপ্রাপ্ত),শিক্ষক এম. বোধিমিএ মহাথের। স্বাগত ও সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন প্রকৌশলী জয়সেন বডুয়া। মূখ্য ধর্মালোচক ভদন্ত ড. দেবপ্রিয় মহাথের,অধ্যক্ষ গুমানমদর্ন নালানদ্ধা সাবর্জনীন বৌদ্ধ বিহার, হাটহাজারী। ভদন্ত সদ্ধর্মশ্রী শ্রদ্ধনন্দ থের, অধ্যক্ষ, জৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহার।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন এর মূল উদ্যোক্তা হিসাবে সম্মাননা প্রদান করা হয় শিক্ষক দীপেন কান্তি চৌধুরীকে।
পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদের সদস্যদের সন্তানদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়।