১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

খাদ্য নিরাপত্তা দিবসে এপিক হেলথ কেয়ারের খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা

বিশ্বব্যাপী ১০মিলিয়ন মানুষ অনিরাপদ খাদ্য নিয়ে প্রায় ২০০ রকমের রোগে আক্রান্ত হন। দৈনিক ১৬লাখ মানুষ ও ৫ বছরের কম বয়সী ৩৪০জন শিশু খাদ্যজনিত নানা অসুস্থতায় ভোগেন। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে এপিক হেলথ কেয়ারের নারী কর্মচারীদের নিয়ে আয়োজন করা হয় খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালার। নারী তার সংসার সামলানোর পাশাপাশি অফিস ও সামলান সমান তালে। খাদ্য তৈরি,সংরক্ষণ ও সরবরাহের মত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। দৈনিক কিভাবে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে পারে সে বিষয়ে ট্রেইনার ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের ফুড সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মজিবুল হক জুয়েল। কর্পোরেট বিজনেস ও ব্রান্ড ম্যানেজমেন্ট বিভাগ ও মানব সম্পদ বিভাগের যৌথ আয়োজনে গত ৭ জুন এপিক হেলথ কেয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, এপিক হেলথ কেয়ারের এজিএম অপারেশন্স ডা: মো: ইমতিয়াজ উদ্দিন, মানব সম্পদ বিভাগের ম্যানেজার এইচ আর রেজাউল করিম ও সিনিয়র অফিসার হাবিবা হক, কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড বিভাগের ম্যানেজার, জহির রায়হান ও এসিস্ট্যান্ট ম্যানেজার, সাইফুল ইসলাম প্রমুখ।