২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

আইআইইউসিতে নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ ২৭ মে আইআইইউসি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামএর ১২৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনা রহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গস্পর্শী। তার মানবিকতা, ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দ্রোহ, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধতা বোধএবং নারী-পুরুষের সমতার বন্দনা গত প্রায়একশত বছর যাবৎ বাঙালির মানস পীঠ গঠনেভূমিকা রেখে চলেছে।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুলম ওলার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার। এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসি ফ্যাকাল্টি ডীনবৃন্দ, ডিপার্টমেন্ট চেয়ারম্যানবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা সঞ্চালনা করেন ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ডিভিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মাহিউদ্দিন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ইকবাল হোসেইন।