নিউজ চাটগাঁ থেকে জয়া : ২৫ মে ইডেন নূর ইংলিশ স্কুলে Fruit Festival স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগে দেশী বিদেশী হরেক রকমের ফলের সমারোহে বিভিন্ন প্রদর্শনী স্টল এর মধ্যে দিয়ে Fruit Festival অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ। তিনি Fruit Festival পরিদর্শন করতে গিয়ে বলেন, আমরা ইডেন স্কুল পরিবার সবসময় চাই আমাদের ছাত্রছাত্রীরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরন করতে পারে৷ আমাদের বাচ্চাদেরকে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে দেশী বিদেশী বিভিন্ন ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আজকের এই Fruit Festival । তিনি আরো বলেন স্কুলের প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ও অভিবাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই ব্যাতিক্রমী Fruit Festival কে রঙ্গিন করে তুলেছে। তিনি সবাইকে ইডেন নূর ইংলিশ স্কুল পরিবার থেকে ধন্যবাদ জানান।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডেন নূর ইংলিশ স্কুলের প্রিন্সিপাল মাহনূর তাসনিম, ভাইসপ্রিন্সিপাল মোহাম্মদ ইয়াসিন সেলিম, হাজী আবুল কাশেম, কে এম মুসা, মো: শফিউল আলম, মোহাম্মদ খালেক, বি কে চৌধুরী লিটন, আবু আলম, সাঈদ মাহমুদ রনি ও ইডেন নূর ইংলিশ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। Fruit Festival এ দর্শনার্থীদের জন্য রাইফেল ড্র আয়োজন করা হয়।
