নিজস্ব প্রতিবেদক : গত ২২ মে কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের শ্রীশ্রী সার্বজনীন লোকনাথ মন্দির ও সেবাশ্রমের উদ্যোগে“শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ ও শিব ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দিনব্যাপী শ্রীমদভগবদ গীতাপাঠ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন শ্রীশ্রী সার্বজনীন লোকনাথ মন্দির ও সেবাশ্রমের অধ্যক্ষ গুরু কৃপানন্দ মহারাজ। শ্রীশ্রী সার্বজনীন লোকনাথ মন্দির ও সেবা শ্রমের সভাপতি সূবর্ণ ভট্টাচার্য্য সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২১নং রাইখালী মৌজা ও মন্দিরের ভূমিদাতা সদস্য হেডম্যান উসুয়ে সুইয়ে চৌধুরী (মিশুক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা বাবুল কান্তি দেব, কাপ্তাই উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর (পিন্টু), বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য ও রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, উৎপল ভট্টাচার্য্য ও নারানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি মল্লিক প্রমুখ।
প্রধান ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. সাধন চৈতন্য রায় ও বিশেষ ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্কু বিহারি দাস। ধর্ম সভায় বক্তারা ধর্মীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক সনাতনী ভক্তবৃন্দ অনুষ্ঠান উপভোগ শেষে মহাপ্রসাদ আস্বাদন করেন।
