১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

বাংলাদেশ বিনির্মাণে মালিক-শ্রমিক সুসম্পর্ক অপরিহার্য : এম. মনজুর আলম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মালিক-শ্রমিক ঐক্য ও সুসম্পর্ক অপরিহার্য। তিনি বলেন, মালিক-শ্রমিক একসূত্রে গাঁথা। মালিকের বিনিয়োগ এবং শ্রমিকদের শ্রম ও ঘামে বিশ^সভ্যতা গড়ে উঠেছে। তিনি পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকদের ন্যায্য অধিকার সুরক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। মহান মে দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যের উপর ১ মে মোস্তফা হাকিম শিল্প গ্রুপ এবং এইচ এম স্টীল-এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য সাবেক মেয়র বলেন, উত্তর কাট্টলীস্থ সাবেক মেয়রের এইচ এম ভবন অডিটরিয়ামে নারী শ্রমিক সমাবেশ এবং কর্ণফুলী থানাধীন জুলধা ডাঙ্গাচরে অবস্থিত এইচ এম স্টীল মিল অডিটরিয়ামে শ্রমিক সমাবেশ এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে সভাপতিত্ব করেন অত্র ও শিল্প গ্রুপের পরিচালক মোহাম্মদ সাহিদুল আলম এবং এইচ এম স্টীল মিল অডিটরিয়ামে শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক মোহাম্মদ সামসুদ্দোহা। উভয় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন মোস্তফা হাকিম শিল্প গ্রুপের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজম, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ এয়াকুব নবী, উৎপাদন ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান সিরাজ, কোয়ালিটি ব্যবস্থাপক মামুনুর রশীদ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর আল জাবেদ, কর্মকর্তা শামসুল আলম, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম। মে দিবসে নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আলহাজ¦ মাওলানা আবদুল মান্নান। অনুষ্ঠান শেষে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম তাঁর নাতি নায়েফ আবদুল্লাহ মনজুরকে সাথে নিয়ে উপস্থিত নারী শ্রমিক সকলকে মে দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার প্রদান করেন। প্রেস বিজ্ঞপন।