ভক্তিময় ভাব-গ্রন্থনায়ঃ-শ্রী কমলেশ ধর
ব্রহ্মা-বিষ্ণু-শিবাত্মকম্।১
ত্রিধামাত্রা স্বপ্রকাশং ,
পূর্ণব্রহ্ম স্বরূপকম্।।২
আজানু-লম্বিত পাণিং(ভূজং),
অঙ্গেষু (চ) অরুণপ্রভাং।৩
অজিনশ্চ কৃত্তি আরূঢ়াং ,
দণ্ড-কমণ্ডুলু সুশোভিতম্।৪
পাদুকাংশ্চ আচমনীয়ং-পাত্রং ,
সন্নিধানে সুরক্ষিতং।৫
মানসঃমুদ্রা ধৃতং -নিত্যং ,
ব্রহ্মঃলীন যোগাবিষ্টং।।৬
শ্বেতাম্বর আবৃতকায়ং(কায়ার্ধ),
ক্ষণে বাপি পীতাম্বরম্।৭
অঙ্ক-আবৃত কটি -কেবলং ,
যথা তুল্য শিবশঙ্করম্।।৮
আশুতোষঃ – ভাবগ্রাহী ,
জটাজুট সমন্বিতম্।৯
সমাধিস্থেঃ যুগ্ম-কপর্দ ,
ব্রহ্মযোনি -সদাবৃতম্।।১০
যোগী-রূপং জগদগুরুং ,
ত্রিকালজ্ঞ সুরেশ্বরম্।১১
পুরুষং প্রকৃতিঞ্চৈব ,
স্থুলে-সুক্ষ্মে বিরাজিতম্।।১২
কুটস্থে গুপ্ত[গন্ধ]-তিলকং ,
কৃপাদৃষ্টি প্রক্ষেপিতং।১৩
স্মরণ্ মাত্র তেন দেহী ,
ভক্তস্য বিঘ্ন-ভয়াপহম্।।১৪
তাপনাশং ভয়হরং ,
বিপদ-বিঘ্নান-বিনাশিনে।১৫
প্রণত পালয় সুক্ষ্মাস্ত্বং ,
শ্রীলোকনাথ ব্রহ্মচারিণে।।১৬
গণেশ আদিত্যং বিষ্ণুং ,
শিব দুর্গা পুরুষোত্তমম্।১৭
স্থাবরং জঙ্গমং বাপি ,
ত্বংহি ভূমা ভূমঃ-বিগ্রহম্।।১৮
পরমঃ পরমেষ্ঠি চ ,
পরাপর গুরোরূপং।১৯
সৎ-চিৎ-আনন্দ স্বরূপায় ,
পুর্ণব্রহ্ম~রূপ স্বয়ং।।২০
বিশ্বহিতে অবতীর্ণং ,
পরমাত্মা সনাতনম্।২১
শরণাগতস্য আবাহনং তেন,
শ্রী লোকনাথঃ ত্রাণকারকম্।।২২
ওঁ নমো ভগবতে সর্ব্বদেব-দেবী স্বরূপায়
শ্রীশ্রী লোকনাথঃ ব্রহ্মচারিণে নমো নমঃ।।
ধ্যান-স্তবটির সরলার্থ ও টীকা-টিপ্পনীঃ-
(১)ব্রহ্মা বিষ্ণু শিবাত্মারূপী লোকনাথকে নিত্য ধ্যান করি।
(২)ত্রিধামাত্রা=অ-উ-ম/বীজ-শক্তি-কীলক/স্বাহা-স্বধা-সম্বিৎ বা স্বয়ম্ভূ পূর্ণব্রহ্মতত্ত্ব অর্থাৎ নিজে করুণারবশে স্বয়ং প্রকাশ না করলে কেউ বুঝতে পারে না। (৩) আজানু = হাটু পর্যন্ত প্রলম্বিত , পাণি = হাত ,
অঙ্গেষু (চ) অরুণ প্রভাম্ = দেহের মধ্যে যেন সূর্য্য-কিরণের প্রভা ,
(৪) অজিন = মৃগ-চর্ম , কৃত্তি = বাঘের চামড়া , আরূঢ়া=উপবিষ্ট ও দণ্ড-কমণ্ডুল সহকারে দৃশ্যমান (৫)পাদূকাদ্বয় ও আচমনীয় পাত্রটি
নিকটে রাখা হয়েছে। (৬) সর্বদা করতলে-করতল রেখে ব্রহ্ম ও
যোগ-ভাবে নিবিষ্ট আছো।।(৭)কখনো বা শ্বেতবস্ত্রে দেহের অর্ধাংশ
আবার কখনো রক্তাভহলুদ অম্বরে= পরিধেয় বস্ত্রে।(৮) কোমড়ের
কেবল নিম্নাংশটুকু এমনভাবে আবৃত যেন শিবের সাথে তুলনীয়।
(৯)আশুতোষ=দেবাদিদেব শিব খুব অল্পেই সন্তুষ্ট হন বলেই তিনি
আশুতোষ ; তুমি জটা-জুট সহকারে সেই প্রকারের ভাবসমন্বিত
(১০) সমাধি = ধ্যানমগ্ন বাহ্যজ্ঞান-শুণ্য ভাব , যুগ্ম কপর্দ = তোমার
ব্রহ্মতালুর উপরে কখনোবা এক ঝুঁটি আবার কখনোবা একজোড়া
জটা-ঝুঁটি {= যুগ্ম কপর্দ } দ্বারা ব্রহ্মতালু সদাবৃত । (১১) তুমি
যোগীরূপে জগদগুরু , ভূত-অতীত এবং ভবিষ্যৎ জান বলে
= ত্রিকালজ্ঞ,সুরেশ্বর=দেবতাদের ঈশ্বর,(১২)তুমি পুরুষ আবার তুমি
আদ্যাশক্তিরূপে [জয় মা লোকনাথ] ভক্তমনের গোচরে বা অগোচরে
সূক্ষ্মভাবে ও স্থুলভাবে { ত্রাণকর্তারূপে অহেতুকী করুণায় ধ্যানমগ্ন
বিজয়কৃষ্ণ গোস্বামীকে দাবানল(বনের আগুন)থেকে উদ্ধার করলে
(১৩)তোমার কপালে কখনোবা জলদ্বারা গুপ্ত তিলক, আবার যেন
চন্দন-কুঙ্কুমাদির তিলক, কুটস্থ= ভ্রূযুগলের মধ্যভাগ , কিন্তু তোমার
অন্তর্যামজ দৃষ্টি= কৃপা-করুণার আশীর্ব্বাদ দ্বারা ও (১৩,১৪) তোমার
নাম স্মরণকারীর কাতর আহবানমাত্র তাদের সকল ভয়-বিঘ্ন-বিপদ
নিবারনে স্থুল দেহ ছেড়ে সুক্ষ্মদেহে=দেহীরূপে(১৫,১৬)সেই প্রকারে
ক্লেশাদি=তাপাদি বিনাশ কর ও প্রণতগণকে=শরণাগতদের পালন কর।
(১৭) তুমি বিঘ্ননাশক-গণপতি ; পাপনাশক-আরোগ্যদাতা সূর্য; মুক্তিদাতা ও বিপদবারণ মধুসূদন বিষ্ণু [ ফাসীঁর আসামী ডেঙ্গুকে এবং দাবানল থেকে বিজয়কৃষ্ণ গোস্বামীকে…….বিপদ হতে উদ্ধার ] ,শিবরূপে ত্রৈলঙ্গ
স্বামীতে লয় , তুমি যে মহামৃত্যুঞ্জয় অনেক ভক্তজনের নিকটে ;
মাতৃভাব ( =দুর্গা)ঃ:–গোয়ালিনী মাকে কালীরূপে প্রত্যক্ষ দর্শন- দান,
পুরুষোত্তমঃ-বিজয়কৃষ্ণ গোস্বামীর নিকট সর্ব্বৈব দেবদেবীরূপে প্রকাশ
{বাবার সর্ব্বাঙ্গে ও পোশাক-পরিচ্ছেদে সমস্ত কক্ষটিই যেন সর্বপ্রকার
দেব-দেবীতে পূর্ণ} (১৮-২০) তুমি ভূমাপুরুষ কৃপাপূর্ব্বক ভূমিতে
অবতীর্ণ হয়েছো , তুমি স্থাবর তীর্থ- — তুমি জঙ্গম তীর্থ , তুমি
ব্রহ্মা-বিষ্ণু-শিবকল্পে যথাক্রমে উপাধ্যায় গুরু, কুল গুরু , মন্ত্র গুরু ,
সিদ্ধ গুরু , সন্ন্যাস গুরু এবং ধর্মীয় জাত-পাতের গণ্ডী ছেড়ে
সকলের নিকটে “ব্রহ্মভূত”পুরুষরূপে পূর্ণব্রহ্মতত্ত্ব প্রকাশে আনন্দময়
মূর্ত –বিগ্রহ (২১) হে পরমাত্মা সনাতন পুরুষ , তুমি বিশ্বের (হিত)
অর্থাৎ কল্যাণের জন্য , মঙ্গল সাধনের জন্য অবতীর্ণ হয়েছ (২২)তাই
শরণাগত ভক্তজনের আকুতি–“হে বাবা লোকনাথ”! তুমি ত্রাণকারীরূপে
আমাদের উদ্ধার করো। অতএব ,ভগবত শাস্ত্রসম্মত সকল প্রকারের দেব-দেবী স্বরূপে নতমস্তকে তোমাকে প্রণাম করি। ★লোকনাথ ভক্ত
সমীপে প্রার্থনা,ধ্যান-স্তবটিতে ভাব-ভক্তিটাই আসল বিচার্য।
বাবা লোকনাথের সকল ভক্ত চরণে প্রণাম।
শ্রী কমলেশ ধর-আজীবন সদস্য ও উপদেষ্টা,শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম-চট্টগ্রাম কেন্দ্র, ফতেয়াবাদ-নন্দীরহাট, চট্টগ্রাম,বাংলাদেশ।।
উপদেষ্টা, লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম,চট্টগ্রাম ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব লোকনাথ [ইসলোক],
চট্টগ্রাম,বাংলাদেশ।
অন্যান্য লোকনাথ ধাম ও মন্দির
চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রাম।
দাতা ও আজীবন সদস্য,বাগীশিক, কেন্দ্রীয় সংসদ, চট্টগ্রাম।
সহ-সভাপতি, শারদাঞ্জলি ফোরাম,চট্টগ্রাম জেলা কমিটি।
উপদেষ্টা, চট্টগ্রাম মহানগর।
সহ-সভাপতি,,বাংলাদেশ হিন্দু মহাজোট,চট্টগ্রাম বিভাগ,