এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এইবারও যুবরেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট, চট্টগ্রাম ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে চায় ইউনিট কর্তৃকপরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল “ইচ্ছা” এর বাচ্চাদের সাথে। কেনা চায় নিজের দু’হাত মেহেদী রাঙ্গা থাকুক!!! আর উৎসব যদি “ঈদ” হয় তা হলে তো কথাই নেই! এবারের ঈদ আনন্দকে আরো রঙিন করে তুলতে
যুবরেডক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট উদ্যোগ নেয় সুবিধাভোগী বাচ্চাদের কোমল হাত দুটি মেহেদি ররঙে রাঙিয়ে দিতে। ইউনিটের যুব সদস্যদের একান্তিক প্রচেষ্টায় চট্টগ্রাম রেলওয়েস্টেশন ও মাইল্লার বিল বস্তির বাচ্ছাদের হাতে মেহেদি পড়ানো হয়। মেহেদী পড়ানো শেষে বাচ্চাদের মাঝে ঈদ উপলক্ষে সকলকে নতুন জামা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত, উপাধ্যক্ষ আবু মুহাম্মদ মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মোহাং হোছাইনুল আবেদীন। উক্ত কার্যক্রমে ইউনিটের সহকারি দলনেতা-০২ কাউসার আক্তার মোনার পরিচালনায় ৭জন কার্যকরী পরিষদ সদস্য ও ৪জন যুব সদস্য অংশগ্রহণ করে।
