নিজস্ব প্রতিবেদক : ব্লাড ফ্রেন্ড সোসাইটির দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি (২০২৩-২৪) নির্বাচনে ম. শওকত উল ইসলাম সভাপতি ও মঈনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন কমিশনার জাহাঙ্গীর মিঞা, প্রফেসর কামাল উদ্দিন ও মোখলেসুর রহমানের পর্যালোচনায় সোমবার নগরীর চকবাজারস্থ চিটাগাং ডাইনে সংগঠনের আয়োজিত ইফতার মাহফিল ২০২৩ এ আলোচনা সভায় একটি পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত ঘোষনা করা হয় এতে সভাপতি মো. শওকত উল ইসলাম, সহ সভাপতি মো. নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. কাজী আফাজ উল্লাহ, সাধারণ সম্পাদক মো. মঈনুল ইসলাম। কমিটিতে নির্বাচিত অন্যান্য কর্মকর্তা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ ভুঁইয়া (সুমন), সাংগঠনিক সম্পাদক বিজন সরকার, অর্থ সম্পাদক তানভির ফিরোজ, সহ অর্থ সম্পাদক মো. ফখরুদ্দিন চৌধুরী কাজল, দুর্যোগ ও ব্যবস্থাপনা ও সমাজকল্যাণ সম্পাদক লুৎফর রহমান তারেক, গণসংযোগ ও প্রচার সম্পাদক মো. রহিম, দপ্তর সম্পাদক মো. জাহিদুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম টিপু, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক শুক্কুর চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা গিয়াস, সেবা ও আপ্যায়ন সম্পাদক দিলীপ নাথ, কার্যকরী সদস্য মো. জাকির হোসেন ভুঁইয়া, প্রফুল্ল কুমার দাশ, মো. সহিদ সরোয়ার মেক্সিম, মো. ইব্রাহিম, মো. মিজানুর রশিদ, আরফান আলী, মনজুর কাদের, সৈয়দ মো. সাইদুজ্জামান জুয়েল, এম. আখতার হোসেন প্রমুখ।
