১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

বাংলা বর্ষবরণে ওয়েল পার্ক রেসিডেন্সের বিশেষ আয়োজন

পহেলা বৈশাখ বাংলা বর্ষবরণ উপলক্ষে নগরীর অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স কর্তৃপক্ষ আয়োজন করেছে লোকজ সংস্কৃতি ও ভোজন উৎসব। উৎসবে স্পেশাল ইফতারের পাশাপাশি থাকছে সরিষা ইলিশসহ বৈশাখীর এীতহ্যবাহী বাংলা খাবারের সমন্বয়ে ব্যুাফে।
ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এম এ মনছুর বলেন, আমরা সবসময় বাঙালী ঐতিহ্যকে লালন করে আধুনিক চিন্তা ধারার সংমিশ্রনে বাঙ্গালী ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি। পবিত্র মাহে রমজানের কারণে হোটেল কর্তৃপক্ষ দিনের বেলায় বৈশাখের কর্মসূচি না রাখলেও ইফতারের পরপরই বাংলা খাবারের বিশেষ আয়োজন থাকবে।
প্রাণের উৎসব পহেলা বৈশাখে কর্তৃপক্ষ বৈচিত্রপূর্ণ আয়োজন করে আসছে প্রতিবছর। ওয়েল পার্কের বর্ষবরণ উৎসব অতিথিদের চিত্ত বিনোদনের মাধ্যমে স্মারণীয় মুহুর্ত হয়ে থাকবে বলে বিক্রয় ও বিপনন ব্যবস্থাপক মামুন আল রশিদ আশা ব্যক্তি করেন।