আজ ১২ এপ্রিল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর পরিবহন ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে “চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা” বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ এ. এফ. এম. আখতারুজ্জামান (কায়সার) ও পরিবহন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মহি উদ্দীন, বিআরটিসির প্রশিক্ষকদ্বয় ও পরিবহন বিভাগের কর্মকর্তাবৃন্দ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় চালকদের গাড়ি চালানোর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক সিগনাল, রোডসাইন, গাড়ির গতি সীমা, হাইড্রোলিক হর্ণ বর্জন, অপ্রয়োজনীয় ওভার টেকিং, চলন্ত গাড়িতে মোবাইলে কথা বলা ও সড়কের ইউটার্ণ ব্যবহারে সতর্ক হওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
