১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

সাবেক মেয়র মনজুর অর্থায়নে নির্মিত হচ্ছে শাহ মোহছেন আউলিয়া মাজার কমপ্লেক্স

আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তম হাট এলাকায় অবস্থিত হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) মাজার কমপ্লেক্স পুনঃনির্মিত হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ¦ এম. মনজুর আলম-এর অর্থায়নে। ৭ এপ্রিল হযরত শাহ ছুফি ছৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাছানী আল মাইজভা-ারী (মজিআ) অত্র মাজার পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন। তিনি সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম-কে সাথে নিয়ে পিলারে নির্মাণ সামগ্রী ঢেলে এবং মোনাজাত করে এই আউলিয়া নির্মাণাধীন মাজার কমপ্লেক্স উদ্বোধন করেন। এ সময় হযরত শাহ ছুফি ছৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাছানী আল মাইজভা-ারী (মজিআ) বলেন, সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম এর পিতা দরবারে মুসাবীয়া একজন মুরীদ ছিলেন। পিতার পথ ধরে জনাব মনজুর আলম অলি আউলিয়াদের খেদমত করে যাচ্ছেন। সাবেক এই মেয়র মাইজভান্ডারী দরবার শরীফ এলাকায় মসজিদ, গেইট, মিনার, শাহী ডেক, বিশ্রামাগার, দাতব্য চিকিৎসালয় ও সড়ক বাতি ব্যবস্থার পর হযরত মোহছেন আউলিয়া মাজার কমপ্লেক্স পুনঃনির্মাণের উদ্যোগ নিলেন। যা অলি আউলিয়াদের প্রতি ভক্তি, শ্রদ্ধার নির্দশন। তিনি বলেন, আল্লাহ ও আল্লাহর ওলিদের যারা খেদমত করেন তাদেরকে আল্লাহ কখনো নিরাশ করেন না। অত্র মাজার কমপ্লেক্স নির্মাণ অনুষ্ঠানে সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম বলেন, তাঁর মানবসেবা এবং অলি-আউলিয়াদের খেদমত করা তাঁর জীবনের ব্রত। আল্লাহর ইচ্ছায় তিনি হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) মাজার শরীফ আধুনিক স্থাপত্য শিল্পে নান্দনিক করার কাজে হাত দিয়েছেন। তিনি আশা করেন, তাঁর ইচ্ছা আল্লাহ পুরণ করবেন। এ সময় আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টিদের মধ্যে আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজম, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, মাওলানা ইউনুচ রজভী, মোহাম্মদ ইব্রাহিম, নুরুল আলম ভুট্টু, হযরত শাহ মোহছেন আউলিয়া (রা:) (আ:) ওয়াকফ এস্টেট যুগ্ম মোতয়াল্লী আলহাজ¦ এসএম ফজলুল করিম, এস এম জহিরুল ইসলাম, খাদেম আলহাজ¦ মাওলানা এসএম শামসুল ইসলাম, আলহাজ¦ এস এম আবু তাহের মিয়া, আবু তালে ফকির, এস.এম. আইয়ুব নুরী বাবুল, এসএম মোজাম্মেল হক, এসএম নজরুল ইসলাম, এস এম ইয়াহিয়া করিম টিপু, এসএম ইলিয়াছ করিম মিটু, এস এম নিজাম উদ্দিন মাসুদ, এসএম জসিম উদ্দিন কোটিপতি, এসএম মিজানুল ইসলাম পারভেজ সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম, হযরত শাহ ছুফি ছৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাছানী আল মাইজভা-ারী (মজিআ) সাথে নিয়ে মাজার এলাকায় বসবাসকারী গরীব ও ভক্তদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।