নিজস্ব প্রতিবেদক : নগরীর আকবরশাহ এলাকায় সীমানা দেওয়াল নির্মাণকালে পাহাড় ধসের ঘটনা ঘটে আজ ৭ এপ্রিল বিকেলে। পাহাড় ধসের প্রাপ্ত খবর মোতাবেক খোকা (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে এবং ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে আরো ৪ জনকে পাওয়া যায়।
পরে ৫জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
পাহাড় ধস এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

সিটি মেয়র এসময় বলেন, দুঃখজনক এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমার সমবেদনা রইল৷ হতাহতদের উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে৷ আমি সব সেবা সংস্থার দায়িত্বশীল ও জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করছি যাতে এ ঘটনায় হতাহতদের চিকিৎসা সেবাসহ অন্য কোন সেবায় যাতে কোন ঘাটতি না হয়। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে এই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনব।
মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম, জহর লাল হাজারী, ফায়ার সার্ভিস, আকবরশাহ থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে উদ্ধার কাজ সমন্বয়ে দিক-নির্দেশনা দেন।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পাহাড় ধস এর বিষয়ে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে। তদন্ত কমিটির রির্পোট পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক বলেন ‘আমরা কাজ করছি। উদ্ধার অভিযানের পর বিস্তারিত বলা যাবে।