২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের ৪০ তম তিরোধান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : যোগভাসিত চেতনায় দিব্যানুভবি জাগানিয়া সন্ন্যাসী মহাপরিব্রাজকাচার্য শ্রীশ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের ৪০ তম তিরোধান দিবস স্মরণে গীতাযজ্ঞ, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন সহ ২ দিনব্যাপী বর্ণাঢ্য মাঙ্গালিক অনুষ্ঠান মালা । চট্টগ্রামের আন্দরিকল্লা স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের সমাধিপীঠে বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ মাঙ্গালিক অনুষ্ঠান মালায় অংশগ্রহণ করছে।
পৌরহিত্য করছেন শ্রীশ্রী চিন্তাহারী সাধনপীঠ যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সাধু সন্ন্যাসী, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
চিন্তাহারী সাধনপীঠ যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ নিউজ চাটগাঁ পত্রিকাকে বলেন, প্রতিবছরের ন্যায় এবারেরও আমরা শ্রীশ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের তিরোধান তিথি উপলক্ষে মাঙ্গলিক অনুষ্ঠান মালার আয়োজন করেছি। দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রার্থনাতে সুন্দর এবং উন্নত দেশ এর প্রত্যাশা করছি।