২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

শিক্ষা উপমন্ত্রী নওফেল এর উপহার পেল ১২ হাজার পরিবার

নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে চট্টগ্রাম-৯ আসনের আওতাধীন ১৪ টি ওয়ার্ড সমূহের ১২ হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রথম রমজান থেকে শুরু হয়ে এসব উপহার সমূহ আজ ৩০ মার্চ বিতরণ কার্যক্রম শেষ হয়।
এ ব্যাপারে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে। সেই নির্দেশনা অনুসারে এই রমজানের উপহার বিতরণ করছি।
বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের জন্য শিক্ষা উপমন্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।