বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীর কধুরখীল গ্রামের সমাজসেবী ব্যাক্তিত্ব উজ্জ্বল দত্ত এর মাতা আরতি দত্ত গত ২৭ মার্চ ভোরে বাকলিয়াস্থ নিজ বাসভবনে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে নাতি – নাতনি সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি অদুল-অনিতা ট্রাস্ট এর চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর অদুল কান্তি চৌধুরীর শাশুড়ী মাতা ও কো চেয়ারম্যান অনিতা দত্ত এর মাতা।
২৯ মার্চ বোয়ালখালীর কধুরখীল গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়।
আরতি দত্ত এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ, দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, বোয়ালখালী পৌরসভার মেয়র জহিুরুল ইসলাম জহুর, শ্রী শ্রী জন্মাষ্টমী কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদ, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
তাঁহার বিদেহী আত্মার সদ্গতি ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
