২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার শরৎকাল

৫০০০ রোজাদার পেল সাবেক মেয়র মনজুর উপহার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ¦ মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ¦ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সমাজসেবক আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম অতীতের ধারাবাহিকতায় ২০২৩ সালের পবিত্র রমজান মাসের আল্লাহর রহমত, মাগফেরাত ও নাজাতের উছিলায় চট্টগ্রাম নগরীর ১০, ২৩, ২৪ ও ২৬ নং ওয়ার্ডের ৫০০০ রোজাদার অস্বচ্ছল পরিবারদের মাঝে ইফতার ও সেহেরীর সামগ্রী বিতরণ করেন।
২৯ মার্চ উল্লেখিত ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়। ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কালে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, রোজাদারদের হাতে কিছু ইফতার ও সেহেরী সামগ্রী তুলে দিতে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি কাল কেয়ামত পর্যন্ত সেবাধর্মী কার্যক্রম আল্লাহ যাতে জারি রাখেন সেই দোয়া সকলের কাছে কামনা করেন।
অত্র ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, সাবেক কাউন্সিলর লায়ন মোহাম্মদ হোসেন, সাবেক কাউন্সিল সিরাজুল ইসলাম, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াছ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হুরে আরা বেগম ও জাহেদা বেগম পপি সহ রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সাইফুদ্দিন সাকী, আব্বাস রশিদ, ডা. এটিএম ফরিদউদ্দিন, আবদুল হান্নান, নেছার আহমদ, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম সহ অন্যরা বক্তব্য রাখেন।